ঢাকা শেয়ার বাজার

৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার ২০ অগ্রহায়ণ ১৪৩১

অবশেষে ডিএস ৩০ সূচকের শেয়ারের কিছুটা গতি আসল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

অনেক দিন পরে ডিএস ৩০ মূল্যসূচক ও লেনদেন বেড়েছে।আজ ডিএস ৩০ সূচক ১৫.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২২৬.৯৭ পয়েন্টে।অনেকদিন যাবৎ ডিএস ৩০ সূচকে থাকা কোম্পানি গুলির তেমন লেনদেন হচ্ছিলনা,হাতে গোনা ৪/৫ টির লেনদেন হচ্ছিল এতদিন।
গত ২২ জানুয়ারি ডিএস৩০সূচক সমন্বয় করার পরে নতুন লিস্টে আসা ৫ টি কোম্পানির নিয়মিত লেনদেন হচ্ছে।
আজকের লেনদেনের শীর্ষে থাকা ১০ টি কোম্পানির মধ্যে ৩ টিই ছিল সদ্য ডিএস ৩০ তে অন্তর্ভুক্ত হওয়া ৫ টির লিস্টের শেয়ার।

উল্লেখ্য
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজারমূলধনের দিক থেকে শীর্ষ অবস্থানে থাকা ৩০ কোম্পানি নিয়ে গঠিত মূল্যসূচক ডিএস৩০ সমন্বয় করা হয়েছে। সমন্বিত সূচকে নতুন করে ৫ টি কোম্পানি যোগ হয়েছে ও বাদ পড়েছে ৫ টি কোম্পানি।
সমন্বিত সূচকটি গত ২২ জানুয়ারি, ২০২৩ থেকে কার্যকর হয়েছে ।

সমন্বিত সূচকে যোগ হওয়া নতুন ৫ টি কোম্পানি হলোঃ

১).আইএফআইসি ব্যাংক লিমিটেড।
২).সাউথইস্ট ব্যাংক লিমিটেড।
৩).সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
৪).বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
৫).ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।

সমন্বিত সূচক থেকে বাদ পড়া ৫ টি কোম্পানি হলোঃ

১).সামিট পাওয়ার লিমিটেড।
২).পূবালী ব্যাংক লিমিটেড।
৩).ইস্টার্ন ব্যাংক লিমিটেড।
৪).সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।
৫).লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।
উল্লেখ্য বহু বছর পরে মানুষ ডিএস ৩০ সূচকের শেয়ার কিনেও প্রেশানিতে আছে।বিগত ১০ বছরেও এমন সংকটে পরেনি ডিএস ৩০ তে থাকা শেয়ার নিয়ে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!