অবৈধ লেনদেন ও অর্থপাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গত বছরের ৫ আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৩৭৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুই হাজারের বেশি ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এতে মোট ১৬ হাজার কোটি টাকা আটক করা হয়েছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিএফআইইউ।
ক্ষমতার পরিবর্তনের পর সরকার অর্থপাচার ও বেআইনি লেনদেন বন্ধে জোরালো অভিযান শুরু করে। এর অংশ হিসেবে গত আগস্ট থেকে একের পর এক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে।
রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যবসায়িক অস্থিরতার কারণে চলতি অর্থবছরে ব্যাংক ঋণের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী- ২২ জানুয়ারি পর্যন্ত সরকারের নিট ব্যাংক ঋণ ১৫ হাজার ৭৫৯ কোটি টাকা ছাড়িয়েছে। আগের বছর একই সময়ে এই ঋণের পরিমাণ ছিল ঋণাত্মক ৭৭৮ কোটি ৩০ লাখ টাকা। চলতি অর্থবছরের জন্য সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।