অরিয়ন ইনফিউশনের ১০ শতাংশ বোনাস লভ্যাংশকে ১০ শতাংশ নগদ লভ্যাংশে রূপান্তর করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
অরিয়ন ইনফিউশনের চিঠির রেফারেন্স: BSEC/CI/CPLC(Public)-1051/2022-1106, তারিখ ২২ ডিসেম্বর, কোম্পানিটি জানিয়েছে যে পরিচালনা পর্ষদ ১০ শতাংশ বোনাস লভ্যাংশকে ১০ শতাংশ নগদ লভ্যাংশে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ ৩০জুন, ২০২২তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য মোট ২০ শতাংশ নগদ লভ্যাংশ, শেয়ার হোল্ডারদের অনুমোদন সাপেক্ষে পাশ হবে অনুষ্ঠিতব্য এজিএমে ২৮ ডিসেম্বর, ২০২২ পাশ হবে।
উল্লেখ্য, রেকর্ড তারিখ ০৪ ডিসেম্বর, ২০২২ হিসাবে অপরিবর্তিত থাকবে। ঐ দিন যাদের শেয়ার ছিল তারা মোট ২০ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন।
একটি রেসপন্স
এটা কোন কথা হলো ,যারা বোনাস খেল তাদের শুধু শুধু ১০% বোনাস এডজাস্টমেন্ট যে হলো এর খেসারত কে দিবে।