শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (OLYMPIC) চানাচুর উৎপাদনে নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। নতুন মেশিনারিজ কেনার ফলে কোম্পানিটি বার্ষিক ৬ হাজার ৬০০ টন চানাচুর উৎপাদন করতে পারবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কলকাতার গ্লোবাল মার্কেটিং সার্ভিসেস থেকে স্ন্যাক ফুড উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এ মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিকের পরিচালনা পর্ষদ। এতে কোম্পানিটির ১৮ লাখ ৮৫ হাজার ২৫০ ডলার বা ২২ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৬২৫ টাকা ব্যয় হবে।
নারায়ণগঞ্জের কুতুবপুরে অবস্থিত কোম্পানিটির কারখানা এ মেশিন স্থাপন করা হবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।