পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আইএফআইসি ব্যাংক পিএলসি (IFIC)গত ৩১ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
ব্যাংকটি এ বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দিবে ,যার মধ্যে ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
২৭ এপ্রিল,২০২৩ অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২২ হিসাব বছরেরনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ওঅনুমোদনের
পর লভ্যাংশ ঘোষণা করে।
গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (CONSOLIDATED EPS)হয়েছে ১.৯৩ টাকা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১.৪২ টাকা।
শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ(NOCFPS) হয়েছে ১.২০ টাকা।যা আগের বছরেছিল ৪.১১ টাকা।
শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৮.৮২ টাকা,যা আগে ছিল ১৬.৯৩ টাকা।
আগামী ২২ শে জুন,২০২৩ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা(এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মে,২০২৩ তারিখ।
ব্যাংকটি গত বছর ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
আগামী রবিবার ব্যাংকটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।