ঢাকা শেয়ার বাজার

৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার ২০ অগ্রহায়ণ ১৪৩১

আইডিএলসি ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের(IDLC)৩৮ তমবার্ষিক সাধারণ সভা (AGM) ভাবে সম্পন্ন হয়েছে।

সভায় কোম্পানিটির পূর্ব ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।গত বৃহস্পতিবার ,২৫ মে,২০২৩ অনলাইনে সভাটি অনুষ্ঠিত হয়েছিল।

বার্ষিক সাধারণ সভায় অর্থনৈতিক মন্দা, চলমান প্রতিকূলতা এবং বাংলাদেশ ব্যাংকেরনির্দেশনার কথা মাথায় রেখে পরিচালনা পর্ষদের প্রস্তাবের ভিত্তিতে কোম্পানিরশেয়ারহোল্ডারগণ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। তীব্র প্রতিযোগিতামূলকবাজার পরিস্থিতি সত্ত্বেও শক্তিশালী প্রশাসনিক কাঠামো এবং গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠানহওয়ার কারনে আইডিএলসি সকল ননব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২০২২ সালেওনিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে বলে সভায় জানানো হয়।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান, আজিজ আল মাহমুদ এবং অন্যান্যপরিচালকবৃন্দ , স্বতন্ত্র পরিচালকবৃন্দ আইডিএলসি ফাইন্যান্সের সিইও এবং ব্যবস্থাপনাপরিচালক এম জামাল উদ্দিন এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আইডিএলসি চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক উভয়েইশেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং আইডিএলসিকে তাদের মূল্যবান বিনিয়োগের জন্যনির্বাচন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা জানান, আইডিএলসির আর্থিক সফলতারপেছনে কর্মরত সকলের কঠোর পরিশ্রম এবং তাদের কৌশলগত দক্ষতা সবচেয়ে বড় ভূমিকাপালন করে। আইডিএলসি একটি টেকসই ব্যাবসায়িক কাঠামো তৈরি করেছে যার ফলেভবিষ্যতেও আইডিএলসি বাংলাদেশের অর্থিনীতির অগ্রগতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণকরতে সক্ষম হবে। অনলাইন সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ আইডিএলসি গ্রুপেরকার্যক্রমকে সাধুবাদ জানান।পাশাপাশি পুঁজিবাজারে সাভাবিক লেনদেন যাতে হয় সেব্যাপারে কোম্পানিকে উদ্যোগ নিতে অনুরোধ করেন কোম্পানির বিনিয়োগকাররীগন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই বিএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের১৫ শতাংশ নগদ লভ্যাংশের টাকা বিতরণ শুরু করবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!