শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের (SPCL) প্লান্টের কার্যক্রম বন্ধ হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে চুক্তির মেয়াদ প্রায় শেষ হওয়ার এ তথ্য জানিয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ডিএসই সূত্রে এ খবর জানা গিয়েছে।
তথ্য অনুসারে, বিপিডিবির সঙ্গে এসপিসিএলের ১৫ বছরের দীর্ঘমেয়াদি রেন্টাল চুক্তির মেয়াদ আগামিকাল ৯ই ফেব্রুয়ারি মধ্যরাতে শেষ হবে। এ সময় থেকে প্লান্টটির কার্যক্রম বন্ধ থাকবে এবং জাতীয় গ্রিড থেকে বন্ধ করা হবে। এরই মধ্যে এসপিসিএল নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট ভিত্তিতে আরো পাঁচ বছরের জন্য বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়নের আবেদন করেছে। বিষয়টি বিপিডিবির কাছে বিবেচনাধীন। আশা করা হচ্ছে, এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে।
উল্লেখ্য, ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৮৬ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪০৬ কোটি ৯৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৬৬ লাখ ৩১ হাজার ৬২৯। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৫৯ দশমিক ২১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৩০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৪ দশমিক ৪৯ শতাংশ শেয়ার রয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।