ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

আগামীকাল খ্রিষ্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আগামিকাল বুধবার (২৫ ডিসেম্বর) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে (বড়দিন)। দিনটি ঘিরে, রাজধানীর চার্চগুলোতে এখন ব্যস্ত সাজ সাজ রবে।

দেশের বড় বড় হোটেলগুলোও সেজে উঠেছে আলোকসজ্জায়। এভাবেই নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিনের প্রস্তুতি নিয়েছে ঢাকাবাসী।

‘অপরের জন্য বাঁচো, সবার কল্যাণে আত্মত্যাগে উদ্বুদ্ধ হও’ এই বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন যিশু।

বড়দিন বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মতারিখ ধরা হয়।

ঈশ্বরপুত্র যিশুকে বরণে কোনো কমতি রাখতে চান না খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে রঙিন কাপড় আর আলোকসজ্জায় সাজানো হয়েছে রাজধানীর চার্চগুলোকে। প্রস্তুত করা হয়েছে গোয়ালঘর। শেষ হয়েছে অন্যান্য প্রস্তুতিও।

শুধু চার্চ নয়, বড়দিন উপলক্ষে চার্চের সামনের দোকানগুলোতেও সাজসাজ বর। জমে উঠেছে বেচাকেনা। তবে গতবছরের চেয়ে এবার বিক্রি কিছুটা কম।

প্রেম আর ভ্রাতৃত্ব। এই মূলমন্ত্র পৃথিবীতে ছড়িয়ে দিতেই প্রভু যিশুর জন্ম হয়েছিল। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, যিশু ঈশ্বরের সঙ্গে তাঁদের পুনর্মিলন ঘটাবেন, আর সারা বিশ্বে ছড়িয়ে দিবেন শান্তির বার্তা। তাইতো তারা সারাবছর ধরে অপেক্ষায় থাকেন ঈশ্বর পুত্রের আগমনি দিনের।

 

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।