ভারত বাংলাদেশ সম্পর্ক যখন টালমাটাল ঠিক এমন পরিস্থিতিতে আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) ঢাকায় দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুদেশের মধ্যে এটিই উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বাংলাদেশে ইসকনের সাবেক এক নেতার গ্রেপ্তারের প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত, আবার কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা নিয়ে প্রতিবেশী দুদেশের সম্পর্কে টানাপড়েন চলছে।
বৈঠকটি ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকের অধীনে নিয়মিত ও স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম হলেও এসব কারণে বেশি গুরুত্ব পাচ্ছে। আগরতলার সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বাংলাদেশ দূতাবাসটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রেখেছে। দেশে ফিরিয়ে এনেছে আগরতলা ও কলকাতার মিশন প্রধানদের।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।