ঢাকা শেয়ার বাজার

৭ অক্টোবর ২০২৪ সোমবার ২২ আশ্বিন ১৪৩১

আগামীকাল থেকে ৩ টি কোম্পানি নতুন নামে পরিচিত হবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের টি কোম্পানির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) আগামীকাল মঙ্গলবার  এপ্রিল, ২০২৩ থেকে কোম্পানিগুলো নতুন নামে লেনদেন করবে।

কোম্পানি টি হলোঃ

রানার অটোমোইলস লিমিটেড,মতিন স্পিনিং মিলস লিমিটেড এস্কয়ার নিট কম্পোজিটলিমিটেড।

রানার অটোমোইলস লিমিটেডঃ

রানার অটোমোইলস লিমিটেড থেকে নাম পরিবর্তন হয়ে কোম্পানির নতুন নাম হবে রানারঅটোমোবাইলস পিএলসি। কোম্পানিটি জানায়, নাম পরিবর্তন ছাড়া অন্যান্য সব বিষয়অপরিবর্তিত থাকবে।

মতিন স্পিনিং মিলস লিমিটেডঃ

মতিন স্পিনিং মিলস লিমিটেড থেকে  নাম পরিবর্তন হয়েকোম্পানির নতুন নাম হবে  মতিন স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটি জানায়, নামপরিবর্তন ছাড়া অন্যান্য সব বিষয় অপরিবর্তিত থাকবে।

এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডঃ

এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড থেকে নাম পরিবর্তন হয়ে কোম্পানির নতুন নাম হবেএস্কয়ার নিট কম্পোজিট পিএলসি। কোম্পানিটি জানায়, নাম পরিবর্তন ছাড়া অন্যান্য সববিষয় অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য টি কোম্পানির নাম পরিবর্তন হয়েছে শুধু মূল নামের শেষে পিএলসি যুক্ত হয়েছে,পিএলসি মানে Public Limited Company সংক্ষেপে PLC

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!