আগামীকাল বৃহস্পতিবার ,৯ ই মার্চ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ টি কোম্পানির লভ্যাংশ জনিত ও ইজিএমের রেকর্ড তারিখের জন্যে স্পট মার্কেটে লেনদেন শুরু হবে।
কোম্পানি ৩ টি হলোঃ রবি আজিয়াটা লিমিটেড, রেকিট বেনকিজার বিডি লিমিটেড ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।
রবি আজিয়াটা লিমিটেডঃ
আগামীকাল বৃহস্পতিবার ৯ মার্চ স্পটে মার্কেটে লেনদেন শুরু হবে,চলবে ১২ মার্চ পর্যন্ত। আগামি ১৩ মার্চ সোমবার, কোম্পানিটির রেকর্ড ডেট।কোম্পানিটি এ বছর ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল
রেকিট বেনকিজার বিডি লিমিটেডঃ
আগামীকাল বৃহস্পতিবার ৯ মার্চ স্পটে মার্কেটে লেনদেন শুরু হবে, চলবে ১২ মার্চ পর্যন্ত। আগামি ১৩ মার্চ সোমবার, কোম্পানিটির রেকর্ড ডেট।কোম্পানিটি এ বছর ৯৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
কনফিডেন্স সিমেন্ট লিমিটেডঃ
আগামীকাল বৃহস্পতিবার ৯ মার্চ স্পটে মার্কেটে লেনদেন শুরু হবে, চলবে ১২ মার্চ পর্যন্ত। আগামি ১৩ মার্চ সোমবার, কোম্পানিটির রেকর্ড ডেট।কোম্পানিটির ইজিএম এর জন্যে স্পট মার্কেটে লেনদেন হবে।