পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যাল খাতের কোম্পানি রেকিট বেনকিজার বিডি লিমিটেডের (RECKITTBEN) কাল শেষ দিন স্পট মার্কেটে লেনদেন হবে।
গত বৃহস্পতিবার, ৯ই মার্চ কোম্পানিটির লভ্যাংশ জনিত রেকর্ড তারিখের জন্যে প্রথম স্পট মার্কেটে লেনদেন হয়েছিল আগামিকাল রবিবার ১২ মার্চ শেষ স্পট লেনদেন হবে। আগামি ১৩ মার্চ সোমবার কোম্পানিটির রেকর্ড ডেট।
উল্লেখ্য, কোম্পানিটি এ বছর ৯৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।