ঢাকা শেয়ার বাজার

১৬ জুন ২০২৫ সোমবার ২ আষাঢ় ১৪৩২

আগামী শনিবার ছুটির দিনেও শেয়ার বাজারের লেনদেন চলবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জানিয়েছে ঈদের আগে দুই শনিবার (১৭ মে ও ২৪ মে) শেয়ার বাজারের স্বাভাবিক লেনদেন হবে। তারই ধারাবাহিকতায় আগামী শনিবার (১৭ মে) খোলা থাকবে শেয়ার বাজার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে যে, ঈদুল আজহা উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১৭ ও ২৪ মে দাফতরিক কাজের স্বার্থে সাপ্তাহিক ছুটির দিনেও (শনিবার) স্বাভাবিক সময় অনুযায়ী অফিস খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে আগামী  ১৭ ও ২৪ মে শেয়ার বাজারের নিয়মিত সময়সূচী অনুসারে লেনদেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল কার্যক্রম অনুষ্ঠিত হবে। তাছাড়া, ঈদুল আজহার ছুটির পরে, অফিস ১৫ জুন ২০২৫ তারিখে নিয়মিত সময়সূচী অনুসারে পুনরায় চালু হবে।

আরও পড়ুন– আজ বাজারে এলো টিএম মিলজার হোসেনের ‘নরক ভূমি’

অপরদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ঈদের আগে দুই শনিবার (১৭ ও ২৪ মে) দেশের সব তফিসিলি ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে ।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

আরও পড়ুন– আগামী শনিবারসহ ২৪ মে খোলা থাকবে ব্যাংক

নির্দেশনায় বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১৭ ও ২৪ মে দাফতরিক কাজের স্বার্থে সাপ্তাহিক ছুটির দিনেও (শনিবার) স্বাভাবিক সময় অনুযায়ী অফিস খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে আগামী ১৭ ও ২৪ মে দেশের সব তফসিলি ব্যাংক স্বাভাবিক কর্মদিবস অনুযায়ী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

এদিকে, নির্বাহী আদেশে আগামী ১১ ও ১২ জুন সরকারি ছুটি ঘোষণা করায় উক্ত দিনগুলোতে দেশের তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে সমুদ্র, স্থল বা বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের দিন ব্যতীত সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা চালু রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ডিওএস সার্কুলার লেটার নং-২৪ মোতাবেক ৫ জুন থেকে ১২ জুন পর্যন্ত সরকারি ছুটির দিনে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম চলমান রাখার স্বার্থে স্থানীয় প্রশাসনসহ বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট ব্যাংকগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।