আজ রবিবার ১৬ই জানুয়ারি ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫২ টিপ্রতিষ্ঠানের মধ্যে ৬১ টির দাম বেড়েছে,১১৬ টির দাম কমেছে, ১৭৫ টির দাম অপরিবর্তিত ছিল।
আজ শেয়ারের দাম শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি বেড়েছে ইন্দোবাংলা ফার্মার (IBP), গত কাল ইন্দোবাংলা ফার্মার ক্লোজিংদাম ছিল ১৭ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দাম দাঁড়ায় ১৮.৬০ টাকা। আজ কোম্পানিটির শেয়ারের দাম১.৬০ টাকা বেড়েছে, যা শতাংশের দিক দিয়ে ৯.৪১ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা টপ ১০ তালিকাতে থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে বিডিকমঅনলাইনের দাম বেড়েছে ৮.৯৪ শতাংশ, জেমিনি সিফুডের ৬.৯০ শতাংশ, স্কেট্রিমসের ৬.২২ শতাংশ, প্রগতি ইন্সুরেন্স ৫.৩৪শতাংশ, জেনেক্সিল ৫.১৫ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্স ৪.৭১ শতাংশ, আইসিবি এমসিএল সেকেন্ড মিচুয়াল ৪.৬০শতাংশ, মনোসপুল ৪.৫১ শতাংশ ও ইস্টার্ন ক্যাবেলসের ৪.৩৯ শতাংশ দাম বেড়েছে।
উল্লেখ্য, আজ টপ গেইনিং তালিকাতে বিভিন্ন সময় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে যা শেষ অব্দি ছিল। আজ দিন শেষে টপ২০ গেইনিং তালিকাতে ১২ টি খাতের শেয়ারই ছিল।