আজ মঙ্গলবার, ১০ই জানুয়ারি ২০২৩, দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩৬ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির শেয়ারের দাম কমেছে। আজ শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে এডিএন টেলিকমের ।
গতকাল সোমবার, এডিএন টেলিকমের ক্লোজিং দাম ছিল ১২৬.৯০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দাম ১২০.১০ টাকা। আজ কোম্পানিটির শেয়ারের দাম ৬.৮০ টাকা কমেছে, যা শতাংশের দিক দিয়ে ৫.৩৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিপার্লের দাম কমেছে ২.৩১ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১.৬৩ শতাংশ, রুপালি লাইফের ১.১৩ শতাংশ, ইস্টার্ন লুবের ১ শতাংশ, জুট স্পিনারের ১ শতাংশ, রেনউয়িক ১ শতাংশ, মেঘনা ইন্সুরেন্স ১শতাংশ, লিব্রা ইনফিউশন ১ শতাংশ এবং সাভার রেফ্রির ০.৯৯ শতাংশ দর কমেছে।
উল্লেখ্য, ১% সার্কিট থাকাতে এবং ফ্লোরের কাছাকাছি বেশির ভাগ শেয়ার অবস্থান করাতে দাম পতন শতাংশের দিক দিয়ে বেশিরভাগই ১/২ শতাংশের কাছে থাকে।