আজ বুধবার ৫ এপ্রিল,২০২৩ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে,আজ লেনদেনে মূল সূচক ডিএসইএক্স সূচক ১.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২১১.০২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪৬.২৯ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ১.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২০২.০৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২৭.৩৬ কোটি টাকার।গতকাল ছিল ৬৪৬ কোটি টাকা।আজ গতদিনের চেয়ে ১১৮.৬৪ কোটি টাকার কম লেনদেন হয়েছে
আজ দাম বেড়েছে ৫২ টি কোম্পানির। দাম কমেছে ৬৩ টি কোম্পানির এবং দাম অপরিবর্তীত ছিল ১৯০ টি কোম্পানির।
আজ DSE তে মোট ৩০৫ টি কোম্পানির লেনদেন হয়েছে।
আজ ৬০ টি শেয়ারের ব্লোকে মোট ট্রেড হয়েছে ৯৮.১৮ কোটি টাকা,গতকাল ব্লোকে মোট ট্রেড হয়েছিল ৫৫.৪৯ কোটি টাকা, আজ ব্লোকে গত দিনের চাইতে ট্রেড বেশি হয়েছে ৪২.৬৯ কোটি টাকা।সে হিসাবে আজকের মূল মার্কেটের লেনদেন ছিল ৪২৯.১৮ কোটি টাকা।
যা গতকাল ছিল ৫৯০.৫১ কোটি টাকা।সে হিসাবে আজ গতকালের চেয়ে মূল মার্কেটে লেনদেন কম হয়েছে ১৬১.৩৩ কোটি টাকা।
আজ টপ ২০ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ১০ টি খাতের শেয়ার ছিল।আজ খাত ভিত্তিক দাম বাড়ার শীর্ষে ছিল আইটি খাতের শেয়ার।আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথমে ছিল ইনটেক লিমিটেড।
আজ টপ ২০ দাম কমার শীর্ষ তালিকায় ৯ টি খাতের শেয়ার ছিল।আজ দাম কমার শীর্ষ তালিকার প্রথমে ছিল সমতা লেদার।
আজ টপ ২০ (ভলিউম)শেয়ারের সংখ্যার দিক দিয়ে লেনদেনে বিভিন্ন খাতের শেয়ার ছিল।আজ টপ ২০ শেয়ার সংখ্যার(ভলিউম) দিক দিয়ে প্রথমে ছিল আইটি খাতের আমার নেটওয়ার্কস লিমিটেড।
আজ টপ ২০ (ট্রেড ভ্যালু) লেনদেনের শীর্ষের তালিকায় বিভিন্ন খাতের শেয়ার ছিল।আজ টপ ২০ (ট্রেড ভ্যালু) লেনদেনের শীর্ষের তালিকায় ছিল ইস্টার্ন হাউজিং লিমিটেড।
অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক শুরুতে ইতিবাচক ধারাতে ছিল।আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২.৩৩ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৩০৮.২৮ পয়েন্টে।
আজ সিএসইতে মোট ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৭.৩১ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৩১ লাখ টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ সিএসই তে মোট ১১৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩১ টির, কমেছে ৩৩ টির এবং অপরিবর্তিত ছিল ৫০ টি কোম্পানির।
আজ সিএসই তে আজ দাম বৃদ্ধির শীর্ষে থাকা তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে। আজ দাম বাড়ার শীর্ষে ছিল মিডল্যান্ড ব্যাংক।
আজ দাম বৃদ্ধির শীর্ষে থাকা ১০ টি শেয়ার।
আজ উভয় স্টক এক্সচেঞ্জে সারাদিন সূচকের উঠানামার মধ্যে লেনদেন শেষ হয়েছে।