আজ ১৩ই ফেব্রুয়ারী ২০২৩ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লক ৪৯ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৪২.৮৩ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৫৮ টি কোম্পানির ট্রেড হয়েছে ৪৫.৫৯ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ২.৭৬ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইএফআইসি বাংক লিমিটেডের, (IFIC) লেনদেন হয়েছে মোট ৭.৭৭লাখ শেয়ার। এর পরে বেশি লেনদেন হয়েছে জেনারেশন নেক্সটের ৬.৪০ লাখ, পাওয়ার গ্রিডের ৫.৫০ লাখ, ন্যাশনাল ব্যাংকের ৫ লাখ ও সিপার্লের ৪.৭৭ লাখ শেয়ারের লেনদেন হয়েছে।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিপার্ল বিচের (SEAPEARL) উল্লেখযোগ্য লেনদেন হয়েছে আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের, পাওয়ার গ্রিডের, বেক্সিমকো বার্মার, স্কয়ার ফার্মার ও বিডি ফাইনান্সের।
উল্লেখ্য, আজ ব্লকে ৪২.৮৩ কোটির লেনদেন এর মধ্যে সিপার্ল বিচের (SEAPEARL) কোম্পানিরই লেনদেন হয়েছে প্রায় ১২.৯২ কোটি টাকার।