আজ শনিবার সরকারি কার্যালয়ের মতো দেশের সকল ব্যাংক খোলা আছে, পবিত্র ঈদুল আজহায় ১০ দিনের ছুটি সমন্বয় করতে। কিন্তু আজ সকালে মতিঝিলের ব্যাংক শাখাগুলোয় তেমন একটা ভিড় দেখা যায়নি।
যাঁরা আজ ব্যাংকে গেছেন, তাঁরা মূলত জরুরি প্রয়োজন মেটাতেই গেছেন। গ্রাহকদের টাকা তোলা ও জমা দেওয়ার লাইনে তেমন ভিড় ছিল না।
দেশের বেসরকারি খাতের ব্যাংকের মতিঝিলের বেশ কিছু শাখাড় কাউন্টারগুলো ছিল পুরোপুরি ফাঁকা। তবে সোনালী ব্যাংকে কিছু গ্রাহককে টাকা জমা দিতে ও তুলতে দেখা গেছে।
আরও পড়ুন আজ খোলা আছে ব্যাংক, ব্যাংক পাড়ার নেই ভিড়
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, যাঁরা ব্যবসায়িক লেনদেনে ব্যাংকে আসেন, তাঁরা অন্যান্য দিনের মতোই আসছেন। অনেকে কর্মকর্তা-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা তোলার জন্য ব্যাংকে এসেছেন। এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে। তবে ব্যাংকে সাধারণ গ্রাহকদের তেমন একটা দেখা যায়নি।
৬ মে উপদেষ্টা পরিষদের সভায় দুই শনিবার অফিস খোলা রেখে ঈদের সময় টানা ১০ দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই হিসাবে আগামী শনিবারও (২৪ মে) খোলা থাকবে সরকারি কার্যালয় ও ব্যাংক।