আজ রবিবার ১৫ জানুয়ারী ২০২৩, সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল সূচক ও লেনদেন শুরু থেকেই ইতিবাচক ধারাতে চলছে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশি ভাগ শেয়ারের দর বেড়েছে। আজ সকাল ১১.৩০ টা পর্যন্ত প্রথম দেড় ঘন্টাতে ডিএসইতে ২৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্টে বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৬ পয়েন্টে। অন্য সূচক গুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১৩৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২০২ পয়েন্টে।