দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটালিমিটেড(ROBI), সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্যঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ১০ শতাংশ দেয়াতে কোম্পানিটিরশেয়ার বিদ্যমান ‘B’ থেকে ‘A’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আজ ২৬ শে জুন থেকে ক্যাটাগরিপরিবর্তন কার্যকর হবে।
রবি আজিয়াটা লিমিটেড ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৫ হাজার ২৩৭ কোটি ৯৩ লাখটাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪২৯ কোটি ৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫২৩ কোটি৭৯ লাখ ৩২ হাজার ৮৯৫। এর মধ্যে ৯০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।এছাড়া ১.৭৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৮.২৪ শতাংশ শেয়ার সাধারণবিনিয়োগকারীদের হাতে রয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।