আজ বৃহস্পতিবার , ৬ ই এপ্রিল ,২০২৩ দুটি শেয়ারের স্পট মার্কেটে লেনদেন হবে।শেয়ার দুটি ইন্সুরেন্স খাতের ।
ইন্সুরেন্স খাতের কোম্পানি দুটি হচ্ছেঃ সেনা কল্যান ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড ও ইউনাইটেড ইন্সুইরেন্স কোম্পানিলিমিটেড।
সেনা কল্যান ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড(SKICL):
রেকর্ড ডেটের আগে আজ ৬ ই এপ্রিল স্পটে মার্কেটে শেষ লেনদেন হবে।রেকর্ড তারিখ আগামী ৯ এপ্রিল,২০২৩ , রবিবার।কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ইউনাইটেড ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড(UNITEDINS):
রেকর্ড ডেটের আগে আজ ৬ ই এপ্রিল স্পটে মার্কেটে শেষ লেনদেন হবে।রেকর্ড তারিখ আগামী ৯ এপ্রিল,২০২৩ , রবিবার।কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।