বাংলাদেশ ও ভারতের মধ্যে চলছে টালমাটাল সম্পর্ক। এই উত্তেজনার মধ্যে দিল্লিতে শুরু হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন।
আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ আয়োজন। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের বৈঠক। এর আগে গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে পৌঁছেছে।
সম্মেলনে যোগ দিতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল গতকাল সকালে ভারতের উদ্দেশে রওনা দেন। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা গিয়েছেন।
বিএসএফ মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে।
ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, আস্থার ঘাটতির কারণে সীমান্তে উত্তেজনার নিয়ে ভারত ও বাংলাদেশ উভয়ই একে অপরকে দোষারোপ করে আসছে। এখন এই আলোচনার মাধ্যমে এই দূরত্ব পূরণ করার চেষ্টা করা হবে।
এই কর্মকর্তার মতে, আন্তঃসীমান্ত অপরাধ এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সংক্রান্ত বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে। ভালোভাবে পাহারা দিতে সক্ষম হওয়ার জন্য সীমান্ত অবকাঠামোকেও শক্তিশালী করতে হবে। তাই সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা এবং আত্মবিশ্বাস তৈরির বিভিন্ন পদক্ষেপের কার্যকর বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া হবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।