শেয়ার বাজারে তালিকাভুক্ত ২ প্রতিষ্ঠান ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ রোববার, (১৮ ডিসেম্বর) লেনদেন বন্ধ আছে।
কোম্পানি ২টি হলো- আইবিবিএল-২য় পারপেচ্যুয়াল বন্ড ও গ্লোবাল হেবি কেমিক্যাল।
রেকর্ড ডেটের পর আগামীকাল ১৯ ডিসেম্বর ২০২২ কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।
রেকর্ড ডেটের আগে কোম্পানি ২টি ১৪ ও ১৫ ডিসেম্বর ২০২২ স্পট মার্কেটে লেনদেন করেছিল।
Author
-
টি এম মিলজার হোসেন একজন বাংলা ভাষার কবি। তিনি সর্বদা ব্যতিক্রম কবিতা লিখে থাকেন, তিনি স্রোতের বিপরীতে হাঁটা মানুষ। তার কবিতার প্রধান বিষয়বস্তু দেশ, মানুষ, মনুষ্য প্রাণী, প্রকৃতি, মানব আদর্শ, হতাশা, দাহকাল, নরক ভূমি, সমসাময়িক অস্থির সময়, মনুষ্যত্ব বোধ, অধর্ম, হিংসা ও হিংস্রতা। তার কর্মজীবন মূলত পুঁজিবাজার নিয়ে। পুঁজিবাজার তার পেশা হলেও তার অপরিসীম ভালবাসা সাহিত্যে। তিনি নরওয়ে থেকে প্রকাশিত বাংলা পত্রিকা ‘সাময়িকী’র সাবেক মাল্টিমিডিয়া সম্পাদক। বর্তমানে ‘ঢাকা শেয়ার বাজার ডট কম’ এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
View all posts