পুঁজিবাজারে তালিকাভূক্ত বিভিন্ন খাতের ১০ টি কোম্পানি ও মিচুয়াল ফান্ডের আজ বৃহস্পতিবার ২৪, শে আগস্ট ,২০২৩ লভ্যাংশ জনিত রেকর্ড তারিখের জন্যে লেনদেন বন্ধ থাকবে।
কোম্পানি ও ফান্ড ১০ টি হলোঃ
১)আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।
২)আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড।
৩)আইসিবি ইম্পোলয়েজ মিউচ্যুয়াল ফান্ড।
৪)আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।
৫)আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।
৬) পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল (ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
৭)প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এমসিএল আইসিবি এমসিএল মিচুয়াল ফান্ড।
৮)আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।
৯)সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
১০)চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড(CLICL)
আগামী রবিবার ২৭ শে আগস্ট ,২০২৩ যথারীতি লেনদেন শুরু হবে।