আজ বৃহস্পতিবার (৪ জুলাই) স্পট মার্কেটে লেনদেন শুরু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ টি কোম্পানির, লভ্যাংশ জনিত রেকর্ড তারিখের জন্যে আজ (৪ জুলাই) স্পট মার্কেটে লেনদেন শুরু হবে, চলবে ৭ জুলাই পর্যন্ত।
কোম্পানি ২ টি হল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড(BDFINANCE)
আগামি সোমবার, ৮ জুলাই কোম্পানি ২ টি রেকর্ড তারিখ।রেকর্ড ডেটসংক্রান্ত কারণে সোমবার কোম্পানি দুটির লেনদেন বন্ধ থাকবে।
ডেল্টা লাইফ: সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এ ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য ৩১ জুলাই ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা আহ্বান করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামী সোমবার।
বাংলাদেশ ফাইন্যান্স: সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ৩০ জুলাই বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামী সোমবার।