সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন facebook.com/dhakasharebazar2024
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ টি শেয়ারের আজ স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। কোম্পানি ৪ টি হলোঃ গ্রীন ডেলটা ইন্সুরেন্স লিমিটেড, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফুয়াং ফুড লিমিটেড ও আইপিডিসি ফাইনান্স লিমিটেড।
গ্রীন ডেলটা ইন্সুরেন্স লিমিটেডঃ
আজ সোমবার ২০ ই মার্চ স্পট মার্কেটে লেনদেন শুরু হবে, চলবে ২১ শে মার্চ পর্যন্ত। আগামি ২২শে মার্চ কোম্পানিটির রেকর্ড ডেট। কোম্পানিটি এ বছর ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডঃ
আজ সোমবার ২০ই মার্চ স্পট মার্কেটে লেনদেন শুরু হবে, চলবে ২২ চে মার্চ পর্যন্ত। আগামি ২৩শে মার্চ কোম্পানিটির রেকর্ড ডেট। কোম্পানিটি ২০১৭/১৮/১৯ সালে কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
উল্লেখ্য, কোম্পানি টি জেড ক্যাটাগরিতে থাকার কারণে ৩ দিন স্পট মার্কেটে লেনদেন হবে।
ফুয়াং ফুড লিমিটেডঃ
আজ সোমবার ২০ মার্চ স্পটে মার্কেটে শেষ লেনদেন হবে, আগামিকাল ২১ মার্চ কোম্পানিটির রেকর্ড ডেট। কোম্পানিটি এ বছর ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আইপিডিসি ফাইনান্স লিমিটেডঃ
আজ সোমবার ২০ মার্চ স্পটে মার্কেটে শেষ লেনদেন হবে, আগামিকাল ২১ মার্চ কোম্পানিটির রেকর্ড ডেট। কোম্পানিটি এ বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।