আজ মঙ্গলবার, ২মে,২০২৩ স্পট মার্কেটে লেনদেন হবে দুটি শেয়ারের।
শেয়ার দুটি হলোঃ ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ইস্টার্ন ব্যাংক লিমিটেড(EBL)
আজ মঙ্গলবার, ২মে,২০২৩ স্পট মার্কেটে শেষ লেনদেন হবে, আগামীকাল বুধবার, ৩রা মে,ব্যাংকটির রেকর্ড ডেট। ব্যাংকটি এ বছর ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ।এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ লাভ লভ্যাংশ এবং সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ।
প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড(PARAMOUNT)
আজ মঙ্গলবার, ২মে,২০২৩ স্পট মার্কেটে শেষ লেনদেন হবে, আগামীকাল বুধবার, ৩রা মে,কোম্পানিটির রেকর্ড ডেট।কোম্পানিটি এ বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।