আজ বৃহস্পতিবার ,১৬ ফেব্রুয়ারি,২০২৩ স্পট মার্কেটে লেনদেন হবে দুটি শেয়ারের।দুটি খাতের ১ শেয়ার ও ১ টি মিচুয়াল ফান্ডের,সেগুলো হলো প্রাইম ফিনান্স ফাস্ট মিচুয়াল ফান্ড ও ইনটেক লিমিটেড।
প্রাইম ফিনান্স ফাস্ট মিচুয়াল ফান্ড (1STPRIMEMF)ঃ
আজ ১৬ ফেব্রুয়ারী স্পট মার্কেটে শেষ লেনদেন হবে, আগামী রবিবার ,১৯ ফেব্রুয়ারী ফান্ডটির রেকর্ড ডেট। ফান্ডটি এ বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ইনটেক লিমিটেডঃ
আজ বৃহস্পতিবার,১৬ ফেব্রুয়ারী স্পটে মার্কেটে লেনদেন শুরু হবে,চলবে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত। আগামী সোমবার,২০ ফেব্রুয়ারী কোম্পানিটির রেকর্ড ডেট।কোম্পানিটি এ বছর কোন লভ্যাংশ দেয়নি।
একটি রেসপন্স
ধন্যবাদ দাদা, সব আপডেট সঠিক ভাবে পাওয়া যাচ্ছে