আজ সোমবার ২২ ই মে ২০২৩, পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ টি শেয়ারের স্পট মার্কেটে লেনদেন হবে।
এর মধ্যে ২ টি কোম্পানির আজ ২২ শে মে স্পট মার্কেটে লেনদেন শুরু হবে। কোম্পানি ২ টি হলো- ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানি ২টির স্পট লেনদেন চলবে আগামীকাল ২৩ শে মে পর্যন্ত, আগামী বুধবার ২৪ মে কোম্পানি ২টির রেকর্ড তারিখ ।
৮টি কোম্পানির আজ ২২ শে মে স্পট মার্কেটে শেষ লেনদেন হবে। আগামীকাল মঙ্গলবার ২৩ শে মে কোম্পানি ৮ টির রেকর্ড তারিখ। আগামীকাল কোম্পানি গুলোর লেনদেন বন্ধ থাকবে।
কোম্পানি ৮ টি হলো যথাক্রমে এবি ব্যাংক লিমিটেড, মারকেন্টাইল ব্যাংক লিমিটেড, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, শাহজালাল ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ও এনার্জি প্যাক লিমিটেড।
উল্লেখ্য, ১০ টি কোম্পানির মধ্যে এনার্জি প্যাক লিমিটেড কোম্পানিটি ইজিএম এর কারণে স্পট মার্কেটে লেনদেন হবে, বাকি কোম্পানি গুলি লভ্যাংশ জনিত রেকর্ড তারিখের জন্যে স্পট মার্কেটে লেনদেন হবে।
একটি রেসপন্স
ধন্যবাদ দাদা