ঢাকা শেয়ার বাজার

২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার ১১ বৈশাখ ১৪৩২

আত্মার সঙ্গে চ্যাটিং!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

মানুষের জীবনে ধীরে ধীরে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তি এমন কাজগুলো করে দিচ্ছে যা পুরনো প্রযুক্তি দিয়ে অসম্ভব ছিল। স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষা থেকে শুরু করে ব্যবসা ও অটোমোবাইল পর্যন্ত সমস্ত ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

নানা ক্ষেত্রে এআইয়ের ব্যবহার মানুষের জীবনকেও তাই আগের চেয়ে অনেক সহজ করে তুলেছে। একই সঙ্গে বিশেষজ্ঞদের কাছে উদ্বেগের কারণও হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রোর একটি প্রতিবেদন অনুযায়ী, এআইয়ের সাহায্যে মৃত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের নতুন নতুন উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন গবেষক এবং প্রযুক্তিবিদেরা। আর তা নিয়েই বৃদ্ধি পাচ্ছে উদ্বেগ।

প্রযুক্তির মাধ্যমে আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা নতুন নয়। বিখ্যাত বিজ্ঞানী টমাস এডিসনও আত্মার সঙ্গে কথা বলার জন্য ‘স্পিরিট ফোন’ তৈরির কথা ভেবেছিলেন। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আত্মার সঙ্গে সংযোগের চেষ্টা চালাচ্ছেন একদল গবেষক। চেষ্টা চালাচ্ছেন কিছু সাধারণ মানুষও। তেমনই এক জন হলেন নিউ ইয়র্কের ক্রিস্টি অ্যাঞ্জেল।

তাঁর দাবি, ‘প্রজেক্ট ডিসেম্বর’ নামের একটি এআই পরিষেবার মাধ্যমে মৃত বন্ধু ক্যামেরুনের সঙ্গে চ্যাট করছেন তিনি। করোনাভাইরাস মহামারির সময় মৃত্যু হয়েছিল ক্যামেরুনের। সেই মৃত বন্ধুর সঙ্গেই নাকি যোগাযোগ রাখতে এবং বন্ধুকে স্মৃতিতে রেখে দিতে এআই ব্যবহারের সিদ্ধান্ত নেন ক্রিস্টি। মাত্র ১০ ডলারের বিনিময়ে ‘প্রজেক্ট ডিসেম্বর’-এর পরিষেবা পাওয়া যায়।

মৃত ব্যক্তি সম্পর্কিত তথ্য দিলে সেই তথ্য দিয়েই ওই মৃত ব্যক্তির মতো করে চ্যাট করবে এআই।

ক্রিস্টির এই কাণ্ড নিয়ে ইতিমধ্যেই ইটারনাল ইউ বলে একটি তথ্যচিত্র তৈরি হয়েছে। সেখানে দেখা গেছে, কীভাবে ক্রিস্টির সঙ্গে ক্যামেরুনরূপী এআই-এর কথোপকথন ভয়ঙ্কর হয়ে ওঠে। এমনকি চ্যাটের মধ্যে ক্রিস্টির ওপর ভর করার কথাও বলেছে কৃত্রিম মেধা দিয়ে তৈরি ক্যামেরুনের আত্মা।

যার প্রভাব পড়েছে ক্রিস্টির ওপর। আর তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মানসিক শান্তি বজায় রাখতে এআইকে এ ভাবে ব্যবহার না করার পরামর্শও দিয়েছেন তাঁরা।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।