সোনার দাম ভরিতে ১,১৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যার ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ৯১,০৯৬ টাকা। নতুন দাম আজ সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে।
জুয়েলার্স সমিতি গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি সোনার দাম ১,১৬৭ টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি।
নতুন করে দাম কমানোর ফলে আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে লাগবে ৯১,০৯৬ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮৭,০১৩ ,১৮ ক্যারেট ৭৪,৫৯১ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম হবে ৬২,১৬৯ টাকা।
২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম কমে হয়েছে ৭,৮১০ টাকা। ২১ ক্যারেট মানের প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম কমে হয়েছে ৭,৪৬০ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ৬,৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ৫,৩৩০ টাকা।
এছাড়া ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ১৪৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ১৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১২০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯০ টাকা।