প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট নতুন বছরে আবারও কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। এবার প্রতিষ্ঠান বিভিন্ন বিভাগ থেকে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করবে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
বিশ্বের এক সময়ের শীর্ষ ধনী বিল গেটসের প্রতিষ্ঠানটিতে গত অক্টোবরে হাজার খানেক কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। এবার সেই সংখ্যা প্রায় ১০ গুণ বাড়ছে। এবারের ছাঁটাইয়ের তালিকায় প্রতিষ্ঠানটির মানবসম্পদ ও প্রকৌশল বিভাগের কর্মীরা আছেন।
ইদানীং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা দেখা যাচ্ছে। সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এবং আমাজন লোকবল কমিয়েছে। বৈশ্বিক মন্দার পরিপ্রেক্ষিতে চাহিদা কমে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানগুলোর।
যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট ৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। এই সংখ্যা প্রায় ১১ হাজার।
যুক্তরাষ্ট্রভিত্তিক কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৌশল বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক কর্মীকে ছাঁটাই করা হবে। এর ফলে মাইক্রোসফটের এক-তৃতীয়াংশ কর্মী বাদ পড়তে পারেন। তবে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মাইক্রোসফট কর্তৃপক্ষ।
গত বছরের ৩০ জুন পর্যন্ত এক তালিকায় দেখা গেছে, মাইক্রোসফটে ২ লাখ ২১ হাজার কর্মী ছিলেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ১ লাখ ২২ হাজার ও বাকি দেশগুলোতে ৯৯ হাজার কর্মী কাজ করতেন।
গত বছরের অক্টোবরে বিভিন্ন বিভাগ থেকে প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করে মাইক্রোসফট। এর আগে গত জুলাইয়ে পুনর্বিন্যাসের অংশ হিসেবে মাইক্রোসফট তাদের ১ লাখ ৮০ হাজার কর্মীর মধ্যে ১ শতাংশ কর্মীকে ছাঁটাই করে। এতে সে সময় প্রতিষ্ঠানটির ১ হাজার ৮০০ কর্মী চাকরিচ্যুত হন। গত জুলাইয়ে প্রথম দফা কর্মী ছাঁটাইয়ের পর আগস্টে মাইক্রোসফট তাদের গ্রাহককেন্দ্রিক গবেষণা ও উন্নয়ন প্রকল্প থেকে আরও ২০০ কর্মীকে ছাঁটাই করে।
—- সুত্র রয়টার্স