পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড (AAMRATECH) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) ও (জুলাই ২০২২ – মার্চ ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২৯শে এপ্রিল ২০২৩, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.১৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.২৭ টাকা।
গত ৩ মাসে কোম্পানিটির আগের চেয়ে মুনাফা ৬৮ শতাংশ কমেছে।
অপরদিকে ৩ প্রান্তিক মিলে ৯ মাসে (জুলাই ২০২২ – মার্চ ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৬৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ১.৩৮ টাকা। গত ৯ মাসে কোম্পানিটির আগের চেয়ে ১০৫ শতাংশ মুনাফা কমেছে ।
গত ৩১ শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ০.২৪ টাকা যা আগের বছরে ছিল ৩.৯৬ টাকা এবং শেয়ার প্রতি নিটসম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২২.৮৩ টাকা। যা আগের বছরে ছিল ২২.৭২ টাকা।
কোম্পানিটি ইপিএস এবং এনওসিএফপিএস কমার কারণ হিসাবে জানিয়েছে যে কোম্পানির রাজস্ব হ্রাস হয়েছে। আর্থিক ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং WPPF প্রয়োগের কারণে মুনাফা হ্রাস পেয়েছে। গ্রাহক এবং অন্যদের কাছ থেকে নগদ সংগ্রহ হ্রাসের কারণে NOCFPS হ্রাস পেয়েছে।