পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা টেকনোলজি লিমিটেড (AAMRATECH) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ‘২০২২-ডিসেম্বর’২০২২) ও (জুলাই ‘২০২২-ডিসেম্বর’২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি প্রান্তিকে EPS এবং NOCFPS-কমার কারণ হিসাবে কোম্পানির রাজস্ব হ্রাস, ফিনান্স চার্জ বৃদ্ধি এবং কোম্পানির WPPF আবেদনের কারণে EPS কমেছে। গ্রাহক হিসেবে NOCFPS কমেছে,গত বছরের একই সময়ের তুলনায় নগদ প্রাপ্তি উল্লেখ যোগ্য ভাবে হ্রাস পাওয়ার কারণে।