ঢাকা শেয়ার বাজার

৬ অক্টোবর ২০২৪ রবিবার ২১ আশ্বিন ১৪৩১

আমি একজন উদ্যোক্তা ও প্রশিক্ষক, শেয়ার বাজার নিয়ে বলছি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

শেয়ার বাজারের নবীন বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করতে কিছু কথা আজ বলবো।

পৃথিবীর সৃষ্টি থেকেই প্রাণী চক্রের ন্যায় বড় মাছ, ছোট ছোট মাছ খেয়ে এসেছে। ছোট মাছ বড় মাছদের খাবারে পরিনত হয়ে এসেছে। ছোট মাছকে বাঁচতে হলে জীবন বাঁচানো শিখতে হবে। এটাই বাস্তব, এটাই চলমান। তাহলে আপনাকে এত সহজে শেয়ার মার্কেটে লাভ করতে দিবে কে?

শেয়ার বাজারে কেউ লস করে কেউ লাভ করে। অন্যের পকেটের টাকা নিজের পকেটে আনতে হলে আপনাকে বিনিয়োগ শিক্ষা ও বুদ্ধিতে অন্যদের থেকে এগিয়ে থাকতে হবে, তবেই আপনি পারবেন। মনে রাখতে হবে খেলাটা সেরাদের মধ্যে, যে একটু দূর্বল হবে তাকে হেরে যেতেই হবে।

পরামর্শঃ

শেয়ার বাজারের সাথে নিজেকে আত্মস্থ করুন। আপনিও সফল হবেন।

কিভাবে?

আপনি শেয়ার বাজার নিয়ে পড়াশুনা করুন। যারা মার্কেট ভালো বোঝেন তাদের অনুসরণ করতে পারেন। আপনি আইপিও করুন, আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন। মার্কেট বুঝুন।

একটা কথা না বললেই নয়, সকালে দুই ধরনের মানুষ বাজারে প্রবেশ করে।

১। একজনের টাকা আছে

২। অন্যজনের অভিজ্ঞতা আছে

দুপুরের পর যখন বাজার বন্ধ হয়ে যায়, তখনকার দৃশটা এমন

১। যে অভিজ্ঞতা নিয়ে এসেছিল, সে টাকা নিয়ে বাড়ি যায়।

২। অন্য একজন যে টাকা নিয়ে এসেছিল, সে অভিজ্ঞতা নিয়ে বাড়ি যায়।

কি? ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার তেমন কিছু নেই

বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হোন। আমাদের দেশের শেয়ার বাজারে শিক্ষিত বিনিয়োগকারীর অনেক দরকার। তাহলে আপনিও এগিয়ে আসুন।

এই ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন। ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল, টেকনিক্যাল অনেক কিছু শিখতে পারবেন। হাতে সময় থাকে ঘুরে আসতে পারেন চ্যানেলের নাম Stock Market Discussion

লিংকঃ  https://www.youtube.com/@StockMarketDiscussion

পাশাপাশি আমি একটা শেয়ার বাজার ফান্ডামেন্টাল কোর্স আয়োজন করছি। যার মাধ্যমে আপনি হাতে কলমে শিখতে পারবেন। শিক্ষা বিফলে যায় না। ব্যাসিক ফান্ডামেন্টাল কোর্সের রেজিস্ট্রেশান চলছে।

👉১লা জানুয়ারী ২০২৩ থেকে ১৫ই জানুয়ারী ২০২৩ পর্যন্ত

👉 ২০২৩ সাল উপলক্ষে প্রথম ৩৫ জনকে ৩৫% ডিসকাউন্ট অফার করা হয়েছে।

👉 আপনার আসনটি আগে থেকেই বুকিং দিয়ে ফেলুন।

🔴🔴 রেজিস্ট্রেশান লিংকঃ https://forms.gle/EaTuFfYurvrPXS546

কোর্স সম্পর্কে জানতে চাইলে এই ইমেলে যোগাযোগ করুনঃ sr846282@gmail.com

লিখেছেন
সোহেল রানা
ধানমন্ডি, ঢাকা

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

42 Responses

    1. প্রথমেই ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

      জ্বি ভাই হাড়ে হাড়ে অনুমান করেছি, মানুষ শিখতে চায় না।
      বিনিয়োগকারীদের মধ্যে সব থেকে বড় সমস্যা, তাঁরা ভাবে… আসলাম, দেখলাম, জয় করে নিয়ে গেলাম।
      শিক্ষার পিছনে সময় ও অর্থ ব্যয় করে লাভ কি?
      এই ধারনাই তাদের কে পিছিয়ে দিচ্ছে, সেই সুযোগে অন্যরা তাদের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাচ্ছে।

      আমি নিরাশ নই, আমি আশাবাদী লোক।
      বিশ্বাস করবেন, যারা রেজিস্ট্রেশান অলরেডি করেছেন, তাঁরা আমার থেকে বয়সে বড়, আর বিদ্যাতে তাঁরা দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী, দেশের সর্বোচ্চ বিদ্যাপাঠ থেকে। ওনারাই শিখতে চায়, আর যাদের শিখার কথা তাঁরা এড়িয়ে যাচ্ছে।
      ধন্যবাদ

  1. অল্প কথাতে অনেক বিষয় ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ সোহেল ভাই।
    পাশাপাশি ধন্যবাদ ঢাকা শেয়ার বাজার পত্রিকাকে তাদের প্রতিটি লেখা আমাদের সুন্দর ভাবে প্রকাশ করে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের পাশে দাড়িয়েছেন।

    1. 💞💞 ভাইয়া আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা
      অবশ্যই ঢাকা শেয়ার বাজার পত্রিকা কে জানাই অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা।
      এই পত্রিকার কল্যানে, আমার মত নবীশ লোক কিছু লেখার সুযোগ পেলাম।
      পত্রিকার জন্য রহিলো অনেক অনেক শুভকামনা।
      আশা করছি খুব দ্রুততম সময়ে অনলাইন পত্রিকার মধ্যে সেরাদের সেরা হয়ে যাবেন।
      ধন্যবাদ

  2. আপনি জ্ঞানী মানুষ এই সেক্টরের।আপনার হাত ধরেই অনেক নতুন বিনিয়োগকারী অভিজ্ঞতা লাভ করবে বলে মনে করি।আপনার সফলতা দেখতে উদগ্রীব থাকি। ধন্যবাদ সোহেল রানা ভাই

    1. আছসালামুয়ালাইকুম ভাইয়া
      ভাইয়া আমি প্রতিনিয়ত, আপনাদের কাছ থেকে শিখছি।
      নতুন বিনিয়োগকারীরা শিখতে আগ্রহী না
      সে জন্যই জানাশুনা লোকদের লাভ করতে কস্ট কম হয়।
      এই অংকটা যতক্ষন তাঁরা বুঝবে না ততক্ষন তাদের ভাগ্যের পরিবর্তন হবে না।
      ধন্যবাদ

  3. ঢাকা শেয়ার বাজার কে ধন্যবাদ এমন ভাল লেখক এনে উপহার দেওয়ার জন্য। সোহেল রানা ভাইকে ও ধন্যবাদ আশাকরি।সাপ্তাহিক বলা মাসিক আকারে আপনার লেখা পাব।ধন্যবাদ এমদাদ দাদা

    1. দাদা আমি চেষ্টা করবো, লিখার।
      তবে জসিম উদ্দিন তালুকদার ভাই একজন অন্যরকমের ভালোবাসার মানুষ। ওনার উত্তর উত্তর উন্নতি কামনা করছি।
      দোয়া করি ওনার হাত ধরে পত্রিকাটি এগিয়ে যাক।

      ধন্যবাদ

  4. ধরা মাছ সবাই খেতে পারে।সবসময় কেউ আপনাকে মাছ ধরে দিবেনা।যদি মাছ ধরতে না জানেন একটা সময় আর মাছ খেতে পারবেন না।মাছ ধরা শিখুন, ছোট ছোট মাছ ধরা শিখলে একসময় বড় মাছ ধরার কৌশল এমনেই শিখে যাবেন।কারো কাছে রেগুলার মাছ চেয়ে খাওয়ার চেয়ে ধরার কৌশল শিখুন,প্রয়োজনে অভিজ্ঞদের সাহায্য নিন,শেখার কোন বয়স নেই,শিখতে লজ্জা নেই,কাউকে অহংকার করবেন না,একজন নগন্য মানুষের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে।
    যারা জানতে চান শিখতে চান সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনি কিছু শিখবেন।

    1. “শিখার কোন বয়স নেই”
      একদম সত্যি কথা ভাইয়া, যারা এ যাবত কোর্সের জন্য রেজিস্ট্রেশান করেছেন তাঁরা বয়সে, শিক্ষায়, জ্ঞানে আমার থেকে অনেক অনেক এগিয়ে। ওনারা দেশের সর্বোচ্চ বিদ্যাপাঠ থেকে সর্বোচ্চ ডিগ্রী নিয়েছেন, অথচ তারাই শিখতে চান। যারা শিখার কথা তাঁরা এড়িয়ে যাচ্ছে।
      আমরা যতই চিল্লাই, সাধারন বিনিয়োগকারীর উন্নতি হোক, কিন্তু তাঁরা নিজেরাই তো নিজের উন্নতি করতে চায় না।

      ওনার ভাবে, আসলাম। দেখলাম, জয় করলাম। শেয়ার মার্কেট সেই রকম যায়গা নয়।
      ধন্যবাদ

  5. প্রথমেইঃ পত্রিকা কে অসংখ্য ধন্যবাদ,
    একটা রত্ন খুঁজে বের করার জন্যে।

    দ্বিতীয় ধন্যবাদটি লেখককেই দিতে চাই,
    অসাধারণ,
    এক কথায় অসাধারণ একটি লেখা- চমৎকার উপস্থাপন। সহজ ও সরল ব্যাখয়া। যা সহজ ও সরল লোকদের উপকার ও সাফল্য বয়ে আনবে….
    ব্যস্, এইটুকুই।
    আবারও
    অসংখ্য ধন্যবাদ।

  6. আছসালামুয়ালাইকুম
    সংক্ষেপে অনেক সুন্দর লিখা, তাছাড়া বিনিয়োগ শিক্ষা সবার জন্য অত্যান্ত প্রয়োজন।
    আমরা একটা ট্রেডে হাজার/লাখ টাকা লস করি অন্যের কথায়, অথচ শিক্ষার পিছনে আমরা মানে বাংগালী অনেক কিপটা, শিক্ষার কথা বললেই আমাদের তখন টাকা থাকে না।

    পত্রিকা আর আপনার লেখার জন্য ধন্যবাদ।
    এগিয়ে যাবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!