পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের(AL-HAJTEX) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২২-ডিসেম্বর২০২২) ও (জুলাই ২০২২-ডিসেম্বর২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
৭ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটির,গত ৩ মাসে (অক্টোবর ২০২২-ডিসেম্বর ২০২২) শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.২১ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ০.০৯ টাকা।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২২-ডিসেম্বর ২০২২) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.১২ টাকা।
গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ঋনাত্মক হয়েছে ০.৫৩ টাকা, যা আগের বছর ছিল ০.৯৫ টাকা। এবং নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৯.৪৭ টাকা, যা আগের বছর ছিল ৯.৫২ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির EPS, NOCFPS এবং NAVPS-এ কমার কারণ জানিয়েছে। কোম্পানিটির বিক্রয় মূল্য হ্রাস এবং উৎপাদন খরচ ও প্রশাসনিক ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে নেতিবাচক প্রভাবের কারণে EPS, NOCFPS এবং NAVPS হ্রাস পেয়েছে।