ঢাকা শেয়ার বাজার

১৬ জুন ২০২৫ সোমবার ২ আষাঢ় ১৪৩২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৩০ বছরে পদার্পণ করল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক  পিএলসি(ALARABANK) প্রতিষ্ঠার ৩০ বছরে পূর্তি উদযাপন করছে । এ উপলক্ষ্যে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয় এবং দেশব্যাপী সকল শাখা ও উপশাখায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আব্দুল ওয়াদুদ। এসময় উপস্থিত ছিলেন পরিচালক অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাছান।

আল আরাফা ইসলামী ব্যাংকের লভ্যাংশ বিতরণ সম্পন্ন

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাসুদুল বারী, মোহাম্মদ নাদিম, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঞা, মোহাম্মদ হোসেন, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্র্ধ্বতন কর্মকর্তারা। ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, জোনাল হেড, শাখার ব্যবস্থাপকরা, উপশাখা ইনচার্জ এবং গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধান অতিথির বক্তব্যে বাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার বলেন, দেশের কৃষি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্প, অবকাঠামো থেকে শুরু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধিতে গর্বিত অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। এছাড়া তিনি ব্যাংকের এই শুভক্ষণে গ্রাহক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক এবং নিয়ন্ত্রণকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে গ্রাহকদের আন্তরিকভাবে সেবা প্রদান করে আসছে। ব্যাংকের প্রতি গ্রাহকদের পূর্ণ আস্থা ও বিশ্বাসের কারণে ব্যাংকটি দেশের একটি অন্যতম সেরা ইসলামী ব্যাংকে উপনীত হতে পেরেছে। ব্যাংকের এই সাফল্যের ধারা যাতে সবসময় অব্যাহত থাকে সেজন্য সবাইকে তিনি আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

ঢাকা ষ্টক এক্সচেঞ্জের নিকুঞ্জ ২  এ অবস্থিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের উপশাখায়  ঢাকা ষ্টক এক্সচেঞ্জের বিভিন্ন ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের নিয়ে ব্রান্স ইনচার্জ এবং গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশজুড়ে ব্যাংকের ২২৫টি শাখা, ৭২টি উপশাখা, ৭৪৫টি এজেন্ট আউটলেট, ২২৫টি এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের উন্নত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। ব্যাংকের আমানতের মোট পরিমাণ ৫১ হাজার ৫৩০ কোটি টাকা (জুন’২৪) এবং বিনিয়োগের পরিমাণ ৪৬ হাজার ৫৬১ কোটি টাকা। ব্যাংকের মোট গ্রাহক সংখ্যা ৩৬ লক্ষ যার মধ্যে ২ লক্ষ ৫ হাজারের অধিক বিনিয়োগ গ্রাহক রয়েছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ১৯৯৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়, ব্যাংকটির অনুমোদিত মূলধন ১৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১৫১ কোটি ৬৯ লাখ টাকা।কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১৫ কোটি ১৬ লাখ ৯১ হাজার ৭১৩ টি। এর মধ্যে উদ্যোক্তাদের কাছে রয়েছে ৪৭.৫৪  শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩.৫৩ শতাংশ, বিদেশীদের কাছে ০.২২  শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৮.৭১ শতাংশ শেয়ার রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

একটি রেসপন্স

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।