ঢাকা শেয়ার বাজার

১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার ৫ ফাল্গুন ১৪৩১

ইউক্রেনের সাতটি গ্রাম পুনরুদ্ধারের দাবি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

রাশিয়ার দখল থেকে সাতটি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। গতকাল সোমবার কিয়েভ এ দাবি করে। কিয়েভের ভাষ্য, পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের এই গ্রামগুলো পাল্টা হামলা চালিয়ে পুনরুদ্ধার করা হয়।

পশ্চিমা অস্ত্র সহায়তা নিয়ে সম্প্রতি বহুপ্রতীক্ষিত পাল্টা হামলা শুরু করে ইউক্রেন। এ হামলা শুরুর পর পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে অগ্রগতি অর্জনেরও দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার টেলিগ্রাম পেস্টে বলেন, ‘সাতটি বসত এলাকা (গ্রাম) মুক্ত করা হয়েছে।’

মালিয়ারের ভাষ্যমতে, গ্রামগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ জাপোরিঝঝিয়া অঞ্চলের লোবকোভো, লেভান্দে ও নভোদারিভকা।

ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী বলেন, তাঁর দেশের বাহিনী দোনেৎস্ক অঞ্চলের দক্ষিণের স্টোরোজেভ গ্রামও পুনরুদ্ধার করেছে। এর আগে গত রোববার কাছাকাছি আরও তিনটি গ্রাম পুনরুদ্ধার করা হয়।

মালিয়ার বলেন, পাল্টা হামলা চালিয়ে রাশিয়ার দখল থেকে যে ভূখণ্ড (গ্রাম) পুনরুদ্ধার করা হয়েছে, তার আয়তন ৯০ বর্গকিলোমিটার।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কিয়েভের বাহিনী বাখমুত শহরের সীমানার দিকে ২৫০ থেকে ৭০০ মিটার অগ্রসর হয়েছে।

 

রাশিয়ার পক্ষ থেকে গতকাল সোমবার দাবি করা হয়, ভেলিকা নোভোসিলকার কাছে দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলা প্রতিহত করেছে রুশ বাহিনী।

রাশিয়া আরও দাবি করে, ভেলিকা নোভোসিলকার কাছের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়ার লেভান্দে গ্রামের কাছেও ইউক্রেনীয় বাহিনীর হামলা রুশ বাহিনী ঠেকিয়ে দিয়েছে।

কিয়েভ ও মস্কোর এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সূত্রঃ এএফপি

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।