পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ইউনিলিভার কনঞ্জুমার কেয়ার লিমিটেডের আগামি কাল শেষ স্পট মার্কেটে লেনদেন হবে।
গত বৃস্পতিবার ৩০ শে মার্চ কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শুরু হয়েছিল, আগামীকাল রবিবার, ২ এপ্রিল শেষ স্পট মার্কেটে লেনদেন হবে।আগামি সোমবার ৩রা এপ্রিল ২০২৩ কোম্পানিটির রেকর্ড ডেট।
উল্লেখ্য কোম্পানিটি এ বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৩০০ শতাংশ লভ্যাংশ দিবে। এর মধ্যে নগদ লভ্যাংশ ২৪০ শতাংশ এবং বোনাস লভ্যাংশ ৬০ শতাংশ।