গত সপ্তাহে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে, দেশে রোজার আগে নির্বাচনের একটা সম্ভাবনা তৈরি হওয়াতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসাতে শেয়ারবাজার ইতিবাচক প্রবাণতায় ফিরেছে।
বাজার সংশ্লিষ্টদের ধারনা নির্বাচনের সময় যত এগিয়ে আসবে দেশের অর্থনৈতিক অবস্থা ততো ভালোর দিকে যাবে।
আজ সোমবার (১৬ জুন) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে রেকর্ড সংখ্যক কোম্পানির শেয়ারদর।আজ বহুদিন পরে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের ইতিবাচক প্রবাণতায় লেনদেন শেষ হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’৫৯.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪১৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে বেড়েছে ৩১৫ টি, কমেছে ৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ কোম্পানির শেয়ারদর।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।