পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেডের পর্ষদ (INTECH)সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি, বিকাল ৫টায় ওই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ১৯(১) অনুসারে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এই সভায় কোম্পানি তাদের বাৎসরিক লভ্যাংশ ঘোষণা দিতে পারে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য আগের বছরে কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
খবর টি ডিএসইর নিউজ বিভাগে আজ সকালে প্রকাশিত হয়েছে।