ঢাকা শেয়ার বাজার

১৯ জানুয়ারি ২০২৫ রবিবার ৫ মাঘ ১৪৩১

ইন্টারনেট না থাকাতে বিনিয়োগকারীরা মোবাইল এপ্সে লেনদেন করতে পারছেননা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

গতকাল বুধবার (১৭ জুলাই) রাত থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে  মোবাইল ইন্টারনেটের ফোর-জি সেবা বন্ধ রয়েছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু আছে। মোবাইল ইন্টারনেটের টু-জি সেবা চালু আছে।

মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। প্রবেশ করা যাচ্ছে না ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটে। এ বিষয়ে জানতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

গতকাল বুধবার গ্রাহকেরা অভিযোগ করেছিলেন, রাজধানী বিভিন্ন স্থানে হঠাৎ মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে। ফেসবুক ও মেসেঞ্জারেও প্রবেশ করতে পারছেন না অনেকে। কেউ আবার প্রবেশ করতে পারলেও ফেসবুক ও মেসেঞ্জারে বার্তা বা ছবি পোস্ট করতে পারছেন না। এমনকি অন্যদের পোস্টে ক্লিক করে বার্তা বা ছবি দেখতে পারছেন না তাঁরা। শুধু তা-ই নয়, ফেসবুকের চলমান পরিস্থিতির পোস্ট খুঁজে পেতেও সমস্যা হচ্ছে অনেকের।
এদিকে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে না পারাতে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা মোবাইল অ্যাপসে লেনদেন করতে পারছেন না বলে জানিয়েছেন বেশ কিছু বিনিয়োগকারীরা। ঢাকা শেয়ার বাজার ডট কমের কাছে জানিয়েছেন, লেনদেন করতে না পারাতে এমনকি বাজারের কি অবস্থা তাও দেখতে পাচ্ছেনা। যার  ফলে তারা ক্ষতিতে পরছেন বলে জানিয়েছেন বেশ কিছু বিনিয়োগকারী। বিনিয়োগকারীদের দাবি মোবাইল ইন্টারনেট চালু করা হোক।
ইন্টারনেট ছাড়া অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারছেন না বিভিন্ন অনলাইনে কাজ করে এমন ব্যাক্তিরা। তারা বলেন আমাদের মূল প্লাটফর্ম ইন্টারনেট এটিকে বন্ধ রাখলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হবো।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।