পুজিবাজারে তালিকাভুক্ত ৪২ টি জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে, ইতিমধ্যে ৩১ টি ইন্সুরেন্সের ১ম প্রান্তিক ইপিএস ঘোষণা করেছে। বাকি ১১টি কোম্পানির মধ্যে ২ টি কোম্পানি ইপিএসদেয়ার তারিখ জানিয়েছে, বাকি ৯ টি কোম্পানির ইপিএস দেয়ার তারিখ জানায়নি।
এখন পর্যন্ত যে ৩১ টি ইন্স্যুরেন্সের ইপিএস ঘোষণা দিয়েছে, তার মধ্যে ১৬ টি কোম্পানির গতবছরের চেয়ে আয় (ইপিএস) বেড়েছে। বাকি ১৫ টি কোম্পানির গত বছরের চেয়ে আয় কিছুটাকমেছে। উল্লেখ্য, এই বছর প্রথম প্রান্তিকে কোন কোম্পানি লস করেনি।
2 Responses
ধন্যবাদ সব আপডেট দেওয়ার জন্য
Many people are benefiting for this update of yours
Thanks