ঢাকা শেয়ার বাজার

৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার ২০ অগ্রহায়ণ ১৪৩১

ইভ্যালি ১৫ লাখ টাকা ফেরত দিল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

 ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি দীর্ঘ সময় পর দেড়শ গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি করে, তাদের ১৫ লাখ টাকা ফেরত দিয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মধ্যস্থতায় ভুক্তভোগীদের এ অর্থ ফেরত দেওয়া হয়।

গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে গ্রাহকদের কাছে টাকা হস্তান্তর করা হয়। এ সময় অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এ সফিকুজ্জামান, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ রাসেল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সফিকুজ্জামান বলেন, ই-কমার্স বিষয়ে প্রায় ১১ হাজার অভিযোগ রয়েছে। এর মধ্যে ইভ্যালির বিরুদ্ধে প্রায় সাত হাজার অভিযোগ জমা পড়েছে। প্রথম দফায় ১৫০ অভিযোগ নিষ্পত্তি করে পাওনা টাকা ফেরত দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে বাকিদের টাকা ফেরত দেওয়া হবে।

তিনি বলেন, ইভ্যালির সিইও ২৭ মাস জেলে ছিলেন। তাঁর যদি যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাহলে এ অভিযোগগুলো নিষ্পত্তি করা যাবে না। তাতে গ্রাহকদের আটকে থাকা টাকাও ফেরত পাওয়া যাবে না। তাই ইভ্যালিকে ব্যবসায় ফিরে আসার সুযোগ করে দিতে হবে। ই-কমার্স থেকে কেনাকাটায় ভোক্তাদের সচেতন থাকতে হবে বলেও জানান তিনি।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!