পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিটিউক্যালস খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (IMAMBUTTON) এর চেয়ারম্যানের নির্বাচন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে যে অধ্যাপক মোহাম্মদ সগির হোসেন খন্দকার, (পিএইচডি)চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং জনাব এএসএম হাসিব হাসান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন।
এছাড়াও অধ্যাপক মোহাম্মদ সগির হোসেন খন্দকার কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং এএসএম হাসিব হাসান শেয়ারহোল্ডার ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে নমিনি ডিরেক্টর হিসেবে রাবেয়া হক, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে মাহামুদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে মোহাম্মদ মাসুম ইকবাল নির্বাচিত হয়েছেন।