পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের(YPL)মনোনীত ব্যক্তির কাছে মৃত উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে যে জনাব কাজী নজিবুল হক যিনি কোম্পানির একজন উদ্যোক্তা পরিচালক ছিলেন ,তিনি গত ২১ শে এপ্রিল ২০২১ মারা গেছেন। তার অধিনে থাকা দুটি BO A/C নং 1203000054352844 এ তার ১৬,৫৪,৬৯৫ শেয়ার এবং তার BO A/C নং1203110054352844-এ ২,৫৬,৪৭৭ টি শেয়ার ছিল।২ টি একাউন্ট মিলে ইয়াকিন পলিমার লিমিটেডের (YPL) ১৯,১১,১৭২ টি শেয়ার ছিল।মৃত কাজী নজিবুল হক তার মনোনীত প্রার্থীর অ্যাকাউন্টে উক্ত শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে। ,(মিসেস সাবরিনা সামসাদ) কোম্পানির অন্যতম পৃষ্ঠপোষক, তার স্বামী মরহুম কাজী নজিবুল হকের কাছ থেকে ১৯,১১,১৭২ টি শেয়ার পেয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে খবর টি জানা গিয়েছে ।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।