ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

ঈদের পাঁচ ছবির হালচাল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

এবার ঈদুল আজহায় ১৭১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি চলচ্চিত্র। বৃষ্টি উপেক্ষা করে চলচ্চিত্র গুলো দেখতে দর্শকের ভিড় লক্ষ করা গেছে। কয়েকটি সিনেমার বেশির ভাগ শো হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছেন প্রেক্ষাগৃহ–সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রিয়তমা

১০৭টি প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’র প্রতিদিন ৪৫০টির বেশি প্রদর্শনী চলছে। ছবিটির পরিচালক হিমেল আশরাফ গতকাল দুপুরে ফেসবুকে জানিয়েছেন, শুক্রবার ছবিটির ৩৫০টি প্রদর্শনীই হাউসফুল গেছে।

ফেসবুকে সিনেমা নিয়ে যাঁরা লেখালেখি করেন, তাঁরাও ছবিটি দেখে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের ভাষ্যে শাকিব খানের ছবিতে কেবল শাকিব খানই থাকেন—এই ধারণা ভুল প্রমাণ করেছে ছবিটি। ‘প্রিয়তমা’য় কেবল নায়কোচিতভাবে শাকিবকে হাজির করা হয়নি, বরং অন্য চরিত্রগুলোকেও পর্যাপ্ত জায়গা দেওয়া হয়েছে।

গল্প, ঢাকার বাইরে বিভিন্ন রিয়েল লোকেশনে শুটিং আর শাকিব খানের পারফরম্যান্স মিলিয়ে বেশির ভাগ দর্শকই ছবিটি দেখে সন্তুষ্ট। অনেক দর্শকই ছবিটির গানের প্রশংসা করেছেন। ছবির ‘ও প্রিয়তমা’ গানটি গতকাল ইউটিউব ট্রেন্ডিংয়ে তিনে ছিল।

ঢাকার মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটির বেশির ভাগ শো হাউসফুল গেছে। স্বাভাবিক ভাবেই একক হলে ছবিটি আধিপত্য দেখাচ্ছে।

 

সুড়ঙ্গ

২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত, আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’। গতকাল ঈদের তৃতীয় দিন শোর সংখ্যার দিক দিয়ে স্টার সিনেপ্লেক্সে রেকর্ড গড়েছে ছবিটি। শনিবার থেকে প্রতিদিন স্টার সিনেপ্লেক্সের সাত শাখায় সর্বোচ্চ ৩৩টি প্রদর্শনী চলছে।

শনিবার দুপুরে ছবিটির পরিচালক ও প্রযোজক দুজনই তাঁদের ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন। পরিচালক রায়হান রাফী গতকাল দুপুরে বলেন, ‘এর আগে পরাণ ও হাওয়া ছবি দুটিতে প্রতিদিন এখানে সর্বোচ্চ ২৩টি শো চলেছে। এই বর্ষার দিনেও সিনেমাটি দেখতে মানুষের ঢল নেমেছে।’

শোর সংখ্যার ব্যাপারে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ শনিবার দুপুরে মুঠোফোনে বলেন, ‘অনেক সময় আমরা দর্শক চাহিদার ওপর তাৎক্ষণিক শো সংখ্যা বাড়াচ্ছি, কমাচ্ছি। এখন হয়তো ৩৩টি আছে। এটি স্থায়ী নয়। দর্শক বাড়া-কমার কারণে যেকোনো সময় শো আরও বাড়তে পারে, কমতেও পারে।

‘সুড়ঙ্গ’র জন্য এটি একটি রেকর্ড।’ দর্শক চাহিদার কারণে সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবে ছবিটির লেটনাইট শো শুরু হয়েছে। গত শুক্রবার থেকে অস্থায়ীভাবে রাত একটার শো যোগ হয়েছে। এ ছবিটি নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। গল্প, সংলাপ, অভিনয় আর নির্মাণ মিলিয়ে অনেকেই বলছেন এটি পরিচালকের সেরা ছবি।

 

প্রহেলিকা

খুব বেশি প্রেক্ষাগৃহ পায়নি ‘প্রহেলিকা’, মাত্র আটটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চয়নিকা চৌধুরীর ছবিটি। তবে যাঁরা দেখেছেন, বেশির ভাগই ছবিটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষ করে ছবির গল্প আর মাহফুজ আহমেদ, নাসির উদ্দিন খানের অভিনয় তাঁদের মুগ্ধ করেছে।

ছবির অন্যতম বড় শক্তির জায়গা পার্শ্ব চরিত্রে রাশেদ অপু, এ কে আজাদের মতো অভিনেতাদের উপস্থিতি। পরিচালক নিজের এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, এই প্রজন্মের তরুণ এবং পারিবারিক দর্শকের কথা মাথায় রেখেই ছবিটি বানিয়েছেন তিনি।

 

 

লাল শাড়ি

প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক লাল শাড়ি সিনেমায়। অপুর ‘লাল শাড়ি’তে না থেকেও আছেন শাকিব। বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অপু বিশ্বাস ও সাইমন সাদিক ছবিটির মূল অভিনেতা অভিনেত্রি। গত শুক্রবার নিজের ফেসবুক পেজ থেকে ছবিটির জন্য শুভকামনা জানান শাকিব খান, ‘এই ঈদে অপু-জয় প্রোডাকশন হাউসের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে।

আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্য রকম এক আবেগ কাজ করছে। যত দূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে ঘিরে।

বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার-পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

শাকিবের এই পোস্টে অপু জানিয়েছেন ছবিটির পেছনে অভিনেতার অবদানের কথা। তিনি জানান, ছবির ২০ দিনের আউটডোর শুটিং ছিল। এর মধ্যে ১৮ দিনের মাথায় অর্থনৈতিক সংকটে পড়েন তিনি। ওই সময় ছবিটির কাজ ঠিকঠাক করার জন্য শাকিব খান তাঁকে অর্থনৈতিকভাবেও সহযোগিতা করেছেন।

 

ক্যাসিনো

এবারের ঈদে শবনম বুবলীর ২ টা মুভির আরেক ছবি ‘ক্যাসিনো’। এতে তাঁর জুটি হয়েছেন নিরব। ছবিটি বানিয়েছেন সৈকত নাসির।

১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পুরোপুরি অ্যাকশনধর্মী সিনেমাটিও দর্শকের প্রশংসা কুড়িয়েছে। ফেসবুকে পরিচালক ছবিটিকে ‘কচ্ছপ’-এর সঙ্গে তুলনা করে জানিয়েছেন, ধীরে ধীরে ঠিকই ‘ক্যাসিনো’ গন্তব্য পৌঁছে যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শক জানিয়েছেন, ছবির অ্যাকশন দৃশ্য এবং গল্পের ভাঁজে ভাঁজে থাকা বিভিন্ন বাঁকবদল তাঁদের ভালো লেগেছে। এ ছাড়া অর্থ পাচার নিয়ে পরিচালক যে বার্তা দিতে চেয়েছেন, সেটাও তাঁদের ভালো লেগেছে।

 

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।