নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনা মোকাবিলায় দেশে বড় ধরনের উদ্ধারকারী জাহাজ আনার প্রকল্প আছে।
ঈদুল আজহার ছুটি শেষে আজ রবিবার (২রা জুলাই) থেকে খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত, ব্যাংক বিমাসহ সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান। এ দিন সচিবালয়ে গিয়ে অফিস করছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সেখানেই তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এবার ঈদ যাত্রা ভালো ছিল। স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পেরেছে মানুষ। বৃষ্টির কারণে ঈদ আনন্দময় হয়েছে।’
তিনি বলেন, ‘নন্দিনি ঝালকাঠিতে ট্যাঙ্কারের ভেতর আগুন যায়নি। আজকের মধ্যে তেল সংরক্ষণ করা হবে। ডিসি তদন্ত কমিটি হয়েছে। বিস্ফোরণের ঘটনা তদন্তে বেরিয়ে আসবে।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নৌ পথ আছে। যে প্রস্তুতি দরকার তা অতীতে ছিল না। বর্তমান সরকারের আমলেই এটি করা হয়েছে। বড় ধরনের উদ্ধারকারী জাহাজ আনার প্রকল্প আছে।’
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।