ঢাকা শেয়ার বাজার

১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার ৩০ অগ্রহায়ণ ১৪৩১

আজকের শেয়ার বাজারের চুম্বক খবরাখবর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আজ রবিবার ৯ই এপ্রিল ২০২৩, সপ্তাহের প্রথমদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের মূল সূচক ডিএসইএক্স সূচক ০.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২১৪.০২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪৮.০৭ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ১.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২০০.১৫ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯৮.৮১ কোটি টাকার, গতকাল ছিল ৬১২.৩১ কোটি টাকা। আজ গতদিনের চেয়ে ১১৩.৫০ কোটি টাকার কম লেনদেন হয়েছে।

আজ দাম বেড়েছে ৪০ টি কোম্পানির। দাম কমেছে ৭৫ টি কোম্পানির এবং দাম অপরিবর্তীত ছিল ২১৪ টি কোম্পানির। আজ DSE তে মোট ৩২৯ টি কোম্পানির লেনদেন হয়েছে।

আজ ৬৪ টি শেয়ারের ব্লকে মোট লেনদেন হয়েছে ৩৮.১২ কোটি টাকা, গতকাল ব্লোকে মোট ৬৬ শেয়ারের ট্রেড হয়েছিল ৯৫.৪০ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চাইতে ট্রেড কম হয়েছে ৫৭.২৮ কোটি টাকা। সে হিসাবে আজকের মূল মার্কেটের লেনদেন হয়েছে ৪৬০.৬৯ কোটি টাকা, যা গতকাল ছিল ৫১৬.৯১ কোটি টাকা। সে হিসাবে আজ গতকালের চেয়ে মূল মার্কেটে লেনদেন কম হয়েছে ৫৬.২২ কোটি টাকার।

 

আজ শীর্ষ ২০ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ৯ টি খাতের শেয়ার ছিল। আজ দাম বাড়ার শীর্ষে ছিল জেড ক্যাটাগরির এমারেল্ড অয়েল।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজ শীর্ষ ২০ দাম কমার শীর্ষ তালিকায় ১০ টি খাতের শেয়ার ছিল। আজ যে সব শেয়ার কমার তালিকায় ছিল, সে গুলোর বেশ কয়েকটি গতকাল দাম বৃদ্ধির শীর্ষে ছিল। আজ দাম কমার শীর্ষ তালিকার প্রথমে ছিল আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড ।

আজ শীর্ষ ২০ (ভলিউম) শেয়ারের সংখ্যার দিক দিয়ে লেনদেনে ৮ টি খাতের শেয়ার ছিল। আজ টপ ২০ শেয়ার সংখ্যার (ভলিউম) দিক দিয়ে প্রথমে ছিল আইটি খাতের আমার নেটওয়ার্কস লিমিটেড। গতকালও শেয়ারটি প্রথম তালিকায় ছিল। উল্লেখ্য অনেকদিন পরে আজ ব্যাংক খাতের ৩ টি ব্যাংক শীর্ষ ২০ (ভলিউম) শেয়ারের সংখ্যার দিক দিয়ে লেনদেনের তালিকায় চলে এসেছে।


আজ শীর্ষ ২০ (ট্রেড ভ্যালু) লেনদেনের শীর্ষের তালিকায় বিভিন্ন খাতের শেয়ার ছিল। আজ শীর্ষ ২০ (ট্রেড ভ্যালু) লেনদেনের শীর্ষের তালিকায় ছিল জেনেক্স ইনফোসিস লিমিটেড, গতকালও শেয়ারটি প্রথম তালিকায় ছিল।

অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক শুরুতে বেশ ইতিবাচক ধারাতে থাকলেও দিনশেষে নেতিবাচক ধারাতে চলে যেতে যেতে শেষ মুহুর্তে সূচক সামান্য বেড়ে আজকের লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪.৫৪ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৩০৯.২৯ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ৫.১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৬.৪০ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ১ কোটি ২২ লাখ টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ সিএসই তে মোট ১১৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৮ টির, কমেছে ৩৮ টির এবং অপরিবর্তিত ছিল ৫১ টি কোম্পানির।

আজ সিএসইতে আজ দাম বৃদ্ধির শীর্ষে থাকা তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে। তবে আজ দাম বাড়ার শীর্ষে ছিল বেশির ভাগই স্বল্প মূলধনী কোম্পানির শেয়ার। আজ দাম বাড়ার শীর্ষে ছিল লিগেছি ফুটওয়ার লিমিটেড।

আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ১০ টি শেয়ার।

আজ উভয় স্টক এক্সচেঞ্জে সারাদিন সূচকের উঠানামার মধ্যে লেনদেন শেষ হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!