ঢাকা শেয়ার বাজার

১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার ৩ ফাল্গুন ১৪৩১

উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেনে ভাটা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আজ ১৬ই ফেব্রুয়ারী ২০২৩, সপ্তাহের শেষ দিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন গত দিনের চেয়ে বেশ কমেছে। উভয় স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের আরও একটি সপ্তাহ হতাশার মধ্য দিয়ে আজ শেষ হলো।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক ১.১৮ বাড়লে ও লেনদেন গত দিনের চেয়ে অনেক কমেছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪০.৩৩ কোটি টাকার শেয়ার। যা গত দিন ছিল ৪৩১.৪৯ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ৯১.১৬ কোটি টাকার কম শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

লেনদেনে আজ মূল সূচক ডিএসইএক্স সূচক ১.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৪৬.২০ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৬.৬১ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ২.১৭   পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২২২৪.১৯ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩০৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪১ টির, দাম কমেছে ১২২ টির এবং দাম অপরিবর্তিত ছিল ১৪৫ টির।

 

অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন গতদিনের চেয়ে কমেছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১.৩২ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ১৮৪৩৩.৬২ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ৩.৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৫.৭৫ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ২.২৭ কোটি টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ সিএসই তে মোট ১১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ২১ টির, কমেছে ৫৭ টির এবং অপরিবর্তিত ছিল ৪০ টি কোম্পানির ।

আজ উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুতে কিছুটা সময় বাজার ইতিবাচক বাচক ধারা দিয়ে শুরু হলেও, কিছুক্ষণের মধ্যে বাজার নেতিবাচক হতে শুরু করে এবং  দিন শেষে উভয় স্টক এক্সচেঞ্জের সূচকের ইতিবাচক ধারাতে ফিরতে কিছুটা চেস্টা করে  ডিএসইর সূচক ১ বেড়ে ও সিএসইর ১ কমে আজকের লেনদেন শেষ করে।

সপ্তাহের শেষ দিন উভয় স্টক এক্সচেঞ্জের এমন হতাশাজনক লেনদেন বিনিয়োগকারীদের হতাশ করল।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।